করোনা আবহে এবার বড়দিনের উৎসবের রং অনেকটাই ফিকে

শীতের আমেজ গায়ে মেখে আজ বড়দিনকে স্বাগত জানাতে সকাল থেকেই তৈরি ছিল কলকাতা৷ কেকের সুবাস, রঙিন আলোর সাজে গতকাল থেকেই উৎসবমুখর হয়ে উঠেছে পার্ক স্ট্রিট৷ সান্তার উপহারের অপেক্ষায় রয়েছে কচিকাঁচারা। জাঁকিয়ে শীতের পাশাপাশি, বড়দিনে ক্রিসমাস ট্রি, সান্তা ক্লজ, কেক, সবই আছে। তবে করোনা আবহে এবার উত্সবের রং অনেকটাই ফিকে।

Your browser doesn’t support HTML5

করোনা আবহে এবার বড়দিনের উত্সবের রং অনেকটাই ফিকে


প্রতিবার সারাদিন খোলা থাকে কলকাতার সেন্ট পলস্ ক্যাথিড্রাল চার্চ। দূর-দূরান্ত থেকে ভিড় করেন দর্শনার্থীরা। এবার করোনা আবহে বড়সড় জমায়েত এড়াতে আজ ভারতীয় সময় দুপুর ২টোর পর চার্চ বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। প্রসঙ্গত বলা যেতে পারে বড়দিনের আগের রাতে ভিড় উপছে পড়ল পার্ক স্ট্রিটে। করোনা আবহে যা উদ্বেগ বাড়িয়েছে পুলিশের। যদিও বড়দিন এবং বছর শেষের উত্‍সব উপলক্ষ্যে কলকাতায় বিশেষ নিরাপত্তার বন্দোবস্ত করেছে কলকাতা পুলিশ। করোনা সংক্রমণের আশঙ্কায় ভিড় বা জমায়েত এড়াতে বিশেষ নজরদারি চালানো হচ্ছে। পুলিশ সূত্রে খবর, বড়দিনে কলকাতায় মোতায়েন করা হয় ৫ হাজার পুলিশ কর্মী।পার্ক স্ট্রিট এলাকায় ১১টি ওয়াচ টাওয়ার থেকে চলে নজরদারি। থাকছে হেভি রেডিয়ো ফ্লাইং স্কোয়াড, রেডিয়ো ফ্লাইং স্কোয়াড। এছাড়াও, থাকে ক্যুইক রেসপন্স টিম।