সিআইএর প্রধানের পদ থেকে জেনারেল ডেভিড পেট্রেয়াস পদত্যাগ করেছেন

যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএর প্রধানের পদ থেকে পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রের সনাবাহিনীর অবসরপ্রাপ্ত জেনারেল ডেভিড পেট্রেয়াস।

বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করে তিনি পদত্যাগ করেন।

শুক্তবার সিআইএ’র কর্মীদের কাছে লেখা এক চিঠিতে তিনি লিখেছেন যে বৃহস্পতিবার তিনি প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে দেখা করে “ব্যক্তিগত কারণে” তার পদ থেকে পদত্যাগের অনুমতি চেয়েছেন। তার পদত্যাগপত্র গ্রহণ করেছেন প্রেসিডেন্ট বারাক ওবামা।

চিঠিতে তিনি বলেন, “৩৭ বছরের বিবাহিত জীবনে আমি বিবাহবহির্ভূত সম্পর্কের মাধ্যমে অত্যন্ত দুর্বল বিবেচনাবোধের পরিচয় দিয়েছি। একজন স্বামী ও এই রকম একটি প্রতিষ্ঠানের (সিআইএ) নেতা হিসেবে এ ধরনের আচরণ অগ্রহণযোগ্য।”

প্রেসিডেন্ট বারাক ওবামা এক বিবৃতিতে বলেছেন আমেরিকার গোয়েন্দা সংস্থার প্রধান হিসেবে এবং সারা জীবন সামরিক বাহিনীতে দায়িত্ব পালন করে জেনারেল ডেভিড পেট্রেয়াস আমেরিকাকে শক্তিশালী ও নিরাপদ করেছে।