কার্বন নিঃসরণসহ জলবায়ু বিপর্যয়ের কারণে জলবায়ু পরিবর্তনের মারাত্মক প্রভাবে পড়বে গঙ্গা এবং সিন্ধু অববাহিকার তিনটি দেশ-বাংলাদেশ, ভারত ও পাকিস্তান। আর এ এলাকায় এখন বসবাস দেড়শ কোটি মানুষের। ২১০০ সালে অর্থাৎ এই শতাব্দীর শেষ নাগাদ প্রকৃতির খরতাপ এবং বাতাসে আর্দ্রতা বৃদ্ধি চরম পর্যায়ে পৌঁছাতে পারে বলে পূর্বাভাস দিয়েছেন বিজ্ঞানীরা।
যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি বা এমআইটির বিজ্ঞানী ইউন সুনি ইম -এর নেতৃত্বে জলবায়ু সংক্রান্ত একটি গবেষণা প্রতিবেদন বুধবার Journal Science Advances -এ প্রকাশিত হয়। গবেষণা প্রতিবেদনে বলা হয়, ভবিষ্যতে যে তাপ প্রভাব চলবে তাতে কৃষিনির্ভর এবং ঘনবসতিপূর্ণ ভারতীয় উপমহাদেশে বসবাসকারী মানুষেরা সবচেয়ে বেশি ক্ষতির শিকার হবেন।
জলবায়ু পরিবর্তনের প্রভাব এই অঞ্চল বিশেষ করে বাংলাদেশের উপরে কতোটা পড়তে পারে- সে সম্পর্কে বিশ্লেষণ করেছেন জলবায়ু পরিবর্তন বিষয়ক আন্তর্জাতিক খ্যাতিমান বিশেষজ্ঞ ড. আতিক রহমান। ঢাকা থেকে আমীর খসরু।
Your browser doesn’t support HTML5
জলবায়ু পরিবর্তনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন ভারতীয় উপমহাদেশের মানুষেরা