উন্নয়ন খাতের ব্যয়ের প্রতি তিন ডলারের এক ডলার অপচয় হয়েছে বারবার উদ্ভুত সংকটে

প্যারিসের উপকণ্ঠে জাতিসংঘের জলবায়ু শীর্ষ বৈঠকে অংশগ্রহনকারিরা বিশ্বের সবচেয়ে ঝূঁকিপুর্ণ জনগোষ্ঠীর ওপর প্রাকৃতিক বিপর্য্যয়ের বিষয়গুলো পর্যালোচনা করছেন-স্থিতিস্থাপক অবস্থান নিয়ে কথাবার্তা বলছেন।জাতিসংঘ বলছে- বিগত তিরিশ বছরে,উন্নয়ন খাতে যে অর্থ ব্যয় হয়েছে তার মধ্যে প্রতি তিন ডলারের এক ডলার পরিমান অর্থ অপচয় হয়েছে বারবার উদ্ভুত সংকট পরিস্থিতির কারনে।এবং সারা বিশ্বে এ বাবদে অপচয় হয়েছে ৩ লক্ষ ৮০ হাজার কোটি ডলার পরিমান অর্থ।বলা হয় – প্রাকৃতিক দূর্যোগের কারণে কেবল অর্থনিতি ক্ষেত্রেই নয়,সামাজিক ও পরিবেশ ক্ষেত্রেও ২১ কোটি ৭০ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে বছরওয়ারি হিসেবে।বূধবারের আলোচনাগুলোতে সাগর জল ও পানির অন্যান্য উৎসগুলো নিয়ে আলোচনা হয়।জাতিসংঘ হূঁশিয়ার করে বলেছে-পানি সম্পদ ব্যবস্থাপনা উন্নীত না হলে দারিদ্র মোচন বাধাগ্রস্ত হবে- টেকসই উন্নয়ন বা সাসটেনেইবেল ডেভেলপমেন্টও থমকে যাবে।

এর আগে মঙ্গলবার প্রেসিডেন্ট ওবামা বলেন-জলবায়ূ পরিবর্তন- অর্থনীতি ও নিরাপত্তা ক্ষেত্রেও অপরিহার্য্য- জরূরি বিষয় একটি- এবং কালবিলম্ব না করেই এর বিহিত করা দরকার।

এ্যাক্ট-

ওবামা কথা বলছিলেন সাংবাদিকদের সঙ্গে, জলবায়ু সম্মেলনের আনুষ্ঠানিক সমাবেশের বাইরে- গতকাল মঙ্গলবার প্যারিসের উপকণ্ঠে।