এফ বি আই যে সময় ক্লিন্টনের ইমেইল সংক্রান্ত তদন্তের কথা ঘোষণা করেছে তা নিয়ে সমালোচনা হচ্ছে

Election Hacking

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমক্র্যাটিক দলের প্রার্থী হিলারি ক্লিন্টন বলেছেন, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত ব্যুরো বা এফ বি আই যে সময় এই ঘোষণা করেছে যে তারা , তাঁর ব্যক্তিগত ইমেইল সার্ভার ব্যবহারে আরও কিছু নতুন ইমেইলের সন্ধান পেয়েছে এবং তারা তা খতিয়ে দেখছে – সেটা অভূতপূর্ব এবং উদ্বেগজনক।

শনিবার ফ্লোরিডার ডেটোনা বিচে এক নির্বাচনী প্রচার অভিযানে ক্লিন্টান উপস্থিত জনগনকে বলেন যে ঠিক নির্বাচনের আগে এত কম তথ্য সহ এ ধরনের কোন ঘোষণা দেওয়া খুবই আশ্চর্য জনক ব্যাপার।

এফ বি আই এর পরিচালক জেম্স কোমি শুক্রবার সাংসদদের কাছে লেখা এক পত্রে বলেছেন যে নতুন ই মেইল পাওয়া গেছে যা ক্লিন্টানের ইমইল সার্ভার সংশ্লিষ্ট। এফ বি আই সাধারণত নির্বাচনের ঠিক আগে বিতর্কিত পদক্ষেপ নেয় না।