এফবিআই এর সাবেক পরিচালক কোমি বলেছেন ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার জন্য ‘নৈতিকভাবে অযোগ্য’।

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত ব্যুরোর সাবেক পরিচালক জেম্স কোমি বলেছেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার জন্য ‘নৈতিকভাবে অযোগ্য’। তিনি বলেছেন কিছু তথ্য প্রমাণ আছে যে ট্রাম্প ন্যায়বিচারে বাধা দিয়েছেন।

এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে কোমি এসব কথা বলেছেন।

মঙ্গলবার এসব বিষয় নিয়ে কোমির লেখা একটি বই প্রকাশ পেতে যাচ্ছে। বইটির নাম ‘এ হায়ার লয়ালিটি’।

এই বইয়ের আসন্ন প্রকাশ ও এবিসি কে দেওয়া কোমির সাক্ষাৎকারকে কেন্দ্র করে কোমির বিরুদ্ধে রোববার সকালে বেশ কিছু নতুন টুইট করেছেন ট্রাম্প।

২০১৬ সালে ট্রাম্প প্রেসিডেন্ট প্রার্থী থাকার সময় তার প্রচারণা শিবিরের সঙ্গে রাশিয়ার কথিত যোগাযোগ ও প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার সম্ভাব্য হস্তক্ষেপ নিয়ে এফবিআইয়ের তদন্ত চলাকালে গত বছরের মে মাসে কোমিকে বরখাস্ত করেন প্রেসিডেন্ট ট্রাম্প।