তিন ভারতীয়ের হাতে খুন হয়েছেন কঙ্গোলিজ ছাত্র, আফ্রিকা-বিরোধী মনোভাবের অভিযোগ

India

দিল্রিতে অন্তত ৪০টি আফ্রিকান দেশের কূটনীতিবিদেরা বিদেশ মন্ত্রকের কর্তাদের সঙ্গে দেখা করে অভিযোগ করেছেন, ভারতীয় মানসে প্রবল বর্ণবিদ্বেষ এবং আফ্রিকা-বিরোধী মনোভাব রয়েছে। এই জন্যই গত শুক্রবার দিল্লির পথে তিন ভারতীয়ের হাতে খুন হয়ে গিয়েছেন কঙ্গো থেকে আসা এক ছাত্র, অলিভিয়ের। প্রতিবাদে বৃহস্পতিবারের আফ্রিকা দিবস-এর অনুষ্ঠানও তাঁরা বয়কট করবার হুমকি দেন। বিদেশ মন্ত্রক কর্তারা বোঝাবার চেষ্টা করেন, এ নেহাতই রাস্তায় অটোরিকশ ধরা নিয়ে বিবাদের পরিণতি। দুই অভিযুক্ত ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছে। আফ্রিকান কূটনীতিকেরা বলেন, এ কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়, আরও এমন অনেক ঘটনা ঘটেছে। শেষ পর্যন্ত অনেক বোঝানোর পরে অনুষ্ঠান বয়কটের সিদ্ধান্ত থেকে সরে এসেছেন কূটনীতিকেরা। তবে এঁদের সমবেত প্রতিবাদ প্রায় বিদ্রোহের চেহারা নিচ্ছে দেখে মন্ত্রক কর্তারা চমকে যান। আসলে সরকার অাফ্রিকানদের প্রতি যতই বন্ধুমনোভাবাপন্ন হোক না কেন, ভারতীয়দের একাংশের বর্ণবিদ্বেষী মনোভাবের কি উপায়ে প্রতিকার করা যেতে পারে, তা ভেবে উঠতে পারছেন না মন্ত্রক আধিকারিকের।

এ সম্পর্কে গৌতম গুপ্তের রিপোর্ট।

Your browser doesn’t support HTML5

গৌতম গুপ্তের রিপোর্ট ছাত্র