আইসিস ইসলামিক মূল্যবোধের প্রতিনিধত্ব করে না : কীথ এলিসন

মধ্যপ্রাচ্য ব্রডকাস্টিং নেটওয়ার্ক বা এম বি এনকে দেওয়া এক সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্র কংগ্রেসে নির্বাচিত প্রথম মুসলমান সদস্য কীথ এলিসন বলেন , আমি বিশ্বাস করি যে আইসিস কোন মতেই ইসলামিক মূল্যেবোধের প্রতিনিধিত্ব করে না। তারা প্রতিনিধিত্ব করে হত্যা , মৃত্যু , মানুষের প্রতি নির্যাতনকে” । কংগ্রেসম্যান এলিসন আরও বলেন তারা ইসলামি পরিচিতিকে ব্যবহার করে নিজেদের লাভের জন্য। কিন্তু মানুষ যখনই এটা বুঝতে পারে যে তারা যা করছে তা দেড় শ’ কোটি মানুষ প্রত্যেকদিন যে ধর্ম অনুশীলন করে থাকে তার সঙ্গে আদৌ সম্পর্কিত নয় ।

তিনি বলেন , “সুতরাং আমি জোর দিয়েই বলবো যারা এর জবাব চান, ইসলামি জবাব চান সেটা কোরান , হাদিস এবং সুন্নায় পাবেন , আইসিসে পাবেন না। ভালো উপায় হচ্ছে এগুলো পাঠ করা , সম্পৃক্ত হওয়া এবং এক সঙ্গে কাজ করতে গিয়ে যে সমস্যা হয় তার সমাধান খুঁজে বের করা, শান্তিপুর্ণ সমাধান সন্ধান করা”।

Your browser doesn’t support HTML5

শুনুন কংগ্রেসম্যান কীথ এলিসনের মন্তব্য