কন্সপিরেসি থিওরি বা ‘ষড়যন্ত্র তত্ত্ব’ বলতে আসলে কী বোঝায়?

Your browser doesn’t support HTML5

‘ষড়যন্ত্র’ শব্দটি আমাদের দেশে বহুল প্রচারিত ও উচ্চারিত। বিশ্ব রাজনীতিতেও এটি ব্যাপকভাবে ব্যবহৃত। তবে ‘ষড়যন্ত্র তত্ত্ব’ মূলত কোন ঘটনার সুস্পষ্ট প্রমাণ ছাড়া গভীর ষড়যন্ত্রের এক দৃশ্যপট তৈরি করা, এর মাধ্যমে ক্ষমতাশীল মানুষ অসৎ উপায়ে এবং ক্ষতিকর পন্থায় নিজেদের ফায়দা লাভ করে থাকে। ‘ষড়যন্ত্র তত্ত্বে’ একটা গল্প পরিবর্তিত হয়ে সম্পূর্ণ ভিন্ন রূপ ধারণ করে। যেমন চাঁদে অবতরণের ঘটনা টা একটা সাজানো নাটক। কিংবা মানুষের চেয়ে বুদ্ধিমান কোনও জীব বা এলিয়েন এর অস্তিত্ব সম্পর্কে গোপন তথ্য-প্রমাণ রয়েছে। অথবা, সরকার জনগণের উপরে রাসায়নিক দ্রব্যাদি ছড়িয়ে দিতে জেট বিমান থেকে উদ্গিরিত ধোঁয়া ব্যবহার করে। ষড়যন্ত্র তত্ত্বগুলি দীর্ঘদিন ধরে প্রচলিত থাকে। আর যথেষ্ট তথ্য-প্রমাণের অভাবে মানুষ তা বিশ্বাসও করে। কারণ তারা নিজের ব্যক্তিগত মতামত এমনভাবে আত্মবিশ্বাসের সাথে অন্যের উপর চাপিয়ে দেয় যা সবার পক্ষে তা বুঝে ওঠা কষ্টসাধ্য। সাধারণত সরকারের প্রতি আস্থাহীনতা এবং শক্তিশালী কোনও প্রতিষ্ঠানের পক্ষে ষড়যন্ত্র তত্ত্বগুলি সাধারণ মানুষকে বিশ্বাস করানো সহজ।