ফের বিতর্কে  মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এর রাজ্য উত্তর প্রদেশ

ফের বিতর্কে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এর রাজ্য উত্তর প্রদেশ। উত্তরপ্রদেশের গাজিয়াবাদে তোলা সম্প্রতি একটি ভিডিয়ো নেটমাধ্যমে ভাইরাল হয়, সেখানে দেখা যায় এক যুবককে বেধড়ক মারছেন এক ব্যক্তি। আক্রান্ত যুবকের দোষ, তিনি মন্দিরে জল খেয়েছেন। এবং তিনি ধর্মে মুসলমান।

Your browser doesn’t support HTML5

ফের বিতর্কে  মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এর রাজ্য উত্তর প্রদেশ

ঘটনার ভয়াবহতায় সব মহল থেকে সমালোচনা শুরু হওয়ায় শেষে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করা হয়। দায়ের করা হয় অভিযোগ। বছর কয়েক আগে মহম্মদ আকলাখকে ফ্রিজে গো মাংস রাখার ‘অপরাধে’ পিঠিয়ে মেরে ফেলা হয়েছিল এই যোগীরাজ্যের দাদরিতে।পুলিশ জানিয়েছে, অভিযুক্তের নাম শিরিং নন্দন যাদব। তিনি বিহারে বাসিন্দা। ভাগলপুরে তাঁর বাড়ি। তিনি কর্মসূত্রে উত্তরপ্রদেশে রয়েছেন। ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।