নিউইয়র্কে জরুরী অবস্থা ঘোষণা

যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক প্রাণকেন্দ্র নিউইয়র্কে বৃহস্পতিবার করোনভাইরাস মোকাবেলার জন্য জরুরী অবস্থা ঘোষণা করা হয়।

নিউইয়র্কের মেয়র বিল ডি ব্লেসিও সংবাদ সম্মেলনে বলেন, "আমরা দীর্ঘ লড়াইয়ে নেমেছি।খুব শিগগিরই এটি শেষ হবে না। "এটি একটি দীর্ঘ যুদ্ধ হতে চলেছে; এটি একটি কঠিন লড়াই হতে চলেছে।" তিনি বলেন এই লড়াইয়ে অবধারিত মানুষ মারা যাবে।

৮০ লক্ষের ও বেশি লোকের শহরে এ পর্যন্ত ৯৫জন আক্রান্ত হয়েছে। বাধ্যতামূলক পৃথকীকরণ ব্যবস্থায় রয়েছে ২৯ জন এবং স্বেচ্ছায় পৃথকীকরণে রয়েছে আরও এক হাজার সাতশোর বেশি মানুষ। মেয়র বলেন যে তিনি ধারনা করছেন আগামী সপ্তাহে আক্রান্তের এই সংখ্যা এক হাজারে পৌঁছাবে।