রাজাকার বাহিনীর চার সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত

Court death penalty moulobhibajar

একাত্তরে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ চলাকালে মৌলভীবাজার জেলার রাজনগরে গণহত্যা, হত্যা, ধর্ষণের মত মানবতা বিরোধী অপরাধে যুক্ত থাকার দায়ে তখনকার রাজাকার বাহিনীর চার সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একটি বিশেষ ট্রাইব্যুনাল কর্তৃক মঙ্গলবার দেয়া ওই রায়ে যাদের মৃত্যুদণ্ড দেয়া হয়েছে তাঁরা হলেন মাদ্রাসা শিক্ষক আকমল আলী তালুকদার, আনিছ মিয়া, আব্দুন নূর তালুকদার এবং আব্দুল মোছাব্বির মিয়া । মৃত্যুদণ্ড পাওয়া আসামীদের মধ্যে একমাত্র আকমল আলী তালুকদার ছাড়া বাকি তিন জন পলাতক আছেন। আদালতের রায়ে পলাতক তিন আসামিকে গ্রেপ্তার করে সাজা কার্যকর করতে স্বরাষ্ট্রমন্ত্রী রনমগ পুলিশের আইজিকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে । আদালতের দেয়া রায়ের বিষয়ে সাংবাদিকদের কাছে সন্তুষ্টি প্রকাশ করেছেন এ মামলার প্রসিকিউটর হায়দার আলী। আসামির পক্ষের রাষ্ট্র নিযুক্ত আইনজীবী আবুল হাসান পলাতক আসামিদের আত্মসমর্পণ করে উচ্চ আদালতে আপিল করার পরামর্শ দিয়েছেন।

ঢাকা সংবাদদাতা যাহুরুল আলমের প্রতিবেদন।

Your browser doesn’t support HTML5

Court Death penalty moulobhibajar