করোনা ভাইরাসের টিকা শরীরে কার্যকর হতে কিছু সময় লাগে

বাংলাদেশে এ যাবত ৪০ লাখের ওপর মানুষকে করোনা ভাইরাসের টিকা দেয়া হলেও এর উল্লেখযোগ্য কোন বিরূপ প্রতিক্রিয়ার কোন খবর পাওয়া যায়নি। তবে জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বার বার বলছেন করোনা ভাইরাসের টিকা শরীরে কার্যকর হতে কিছু সময় লাগে। তাঁদের মতে টিকার দুই ডোজ নেয়ার পর অন্তত এক থেকে দুই সপ্তাহ পার হলে এটা শরীরে করোনা ভাইরাসের বিরুদ্ধে প্রতিরোধ তৈরি করতে শুরু করে। তাই বিশেষজ্ঞরা জনগণকে ধৈর্য ধারণ করতে বলেছেন এবং মাস্ক পরাসহ অন্যান্য স্বাস্থ্য বিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন। জনস্বাস্থ্য বিশেষজ্ঞ অধ্যাপক বেনজির আহমেদের কাছে এ সম্পর্কে জানতে চাইলে তিনি ভয়েস অফ অ্যামেরিকাকে বলেন অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা নিরাপদ এবং এর পার্শ্ব প্রতিক্রিয়া নগন্য।

Your browser doesn’t support HTML5

করোনা ভাইরাসের টিকা শরীরে কার্যকর হতে কিছু সময় লাগে

এদিকে, বাংলাদেশরে স্বাস্থ্য বিভাগ শনিবার জানিয়েছে করোনা ভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ১২ জন এবং নতুন শনাক্ত হয়েছেন ১০১৪ জন করোনা রোগী।