১৬ই জানুয়ারি সারা ভারত জুড়ে করোনার টিকাদান কর্মসূচি শুরু হবে

আসছে শনিবার ১৬ই জানুয়ারি সারা ভারত জুড়ে করোনার টিকাদান কর্মসূচি শুরু হবে। এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ ভারত সরকারের একজন উচ্চপদস্থ অফিসার, নীতি আয়োগ সদস্য ভি কে পাল জানিয়েছেন, প্রথমে দেশের ৩ হাজারটি জায়গায় টিকা দেওয়া শুরু হবে। তার পর এই মাসের মধ্যেই সেটাকে বাড়িয়ে ৫ হাজার করা হবে, আর আগামী মার্চ মাসের মধ্যে অন্তত ১২ হাজার কি তারও বেশি জায়গায় টিকা দেওয়া হবে বলে সিদ্ধান্ত হয়েছে। পাল বলেন, প্রতিটি জায়গায় আপাতত ছাড়পত্র পাওয়া দুটি প্রতিষেধকের মধ্যে যে কোনও একটি করে দেওয়া হবে। হয় কোভিশিল্ড, নয়তো কোভ্যাক্সিন। রাজ্য সরকারকে বলা হয়েছে কোথায় কোন ওষুধটি যাবে তা ঠিক করতে।

Your browser doesn’t support HTML5

১৬ই জানুয়ারি সারা ভারত জুড়ে করোনার টিকাদান কর্মসূচি শুরু হবে

তার ফলে যেমন বিভ্রান্তি এড়ানো যাবে, তেমনই ওই এলাকার মানুষেরা পরের বার যখন আবার টিকার ডোজ নিতে আসবেন, তখন তাঁরা একই টিকা পাবেন‌। প্রতিটি জায়গায় প্রাথমিক ভাবে ১শো জন করে লোককে টিকা দেওয়া হবে। তার জন্য ৫ জন কর্মী থাকবেন, যাঁদের একজন টিকা দেবেন। বিশ্বের সবচেয়ে বড় টিকাদান কর্মসুচির শুরুতে কিছু কিছু ক্ষেত্রে অসুবিধে হতে পারে বলে ধরে নেওয়া হচ্ছে। তবে অসুবিধে যাতে খুব বেশি না হয় তার জন্য বেশ কয়েকবার মহড়া দেওয়া হয়েছে। নানা রাজ্যের শহরগুলোতে প্রতিষেধক পাঠানো শুরু হয়ে গিয়েছে এবং কোনও কোনও জায়গায় যতটা পাঠানোর ততটা পাঠানো হয়েও গিয়েছে।