কক্সবাজারে জাতিসংঘের শীর্ষ ৩টি সংস্থার যৌথ সাংবাদ সম্মেলন

কক্সবাজারে জাতিসংঘের শীর্ষ ৩টি সংস্থার যৌথ সাংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সংবাদ সম্মেলন থেকে রোহিঙ্গা ও স্থানীয় জনগণের পাশে থাকতে বিশ্ববাসীর প্রতি আহবান জানানো হয়েছে।

রাখাইনে নতুন করে আরকান আর্মির সেদেশের সেনা বাহিনীর সহিংস পরিস্থিতি তৈরি হওয়ায় প্রত্যাবাসন নিয়ে আগানো কঠিন হয়ে পড়ছে।আর প্রত্যাবাসন বিলম্বিত হওয়ায় স্থানীয়দের দূর্ভোগ বেড়েছে। তাই রোহিঙ্গাদের পাশাপাশি স্থানীয় জনগণকেও সহায়তা বাড়ানোর চিন্তা করছে জাতিসংঘ। আসন্ন বর্ষায় মৌসুমে দূর্দশনা বাড়তে পারে।
এপরিস্থিতিতে রোহিঙ্গা এবং স্থানীয়দের পাশে থাকতে বিশ্ববাসীর প্রতি অনুরোধ জানিয়েছেন জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল ওআরএইচএ এর প্রধান মার্ক লোকক।


সংবাদ সম্মেলনে ইউএনএইচসিআর এর প্রধান ফিলিপ্পো গ্রান্ডি, আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইএমও) এর প্রধান অ্যান্টনিও ভিটোরিনো এবং জাতিসংঘের আন্ডার সেক্রেটারী জেনারেল, মানবিক বিষয়ক ও জরুরী ত্রাণ সমন্বয় সংস্থা (OCHA) এর প্রধান মার্ক লোকক সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

Your browser doesn’t support HTML5

কক্সবাজার থেকে মোয়াজ্জেম হোসাইন সাকিলের পাঠানো রিপোর্ট