বাংলাদেশে প্রস্তাবিত 'সাইবার নিরাপত্তা সংক্রান্ত বিলটি' বাতিল করার আহ্বান জানিয়েছে দ্য কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস সিপিজে

CPJ

বাংলাদেশে প্রস্তাবিত 'সাইবার নিরাপত্তা সংক্রান্ত বিলটি' বাতিল করার আহ্বান জানিয়েছে
নিউ ইয়র্ক ভিত্তিক সাংবাদিকদের অধিকার বিষয়ক আন্তর্জাতিক সংগঠন দ্য কমিটি টু
প্রটেক্ট জার্নালিস্টস সিপিজে।

গত ২২শে আগস্ট দ্য ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট ২০১৬ নামের এ আইনটির খসড়া
অনুমোদন দিয়েছে মন্ত্রীপরিষদ। প্রস্তাবিত এই বিলটি সংসদে পাস হয়ে আইনে পরিণত হলে বাংলাদেশের সংবাদ মাধ্যমের স্বাধীনতার ক্ষেত্রে এটি প্রতিবন্ধকতা হিসেবে দেখা দেবে বলে আশংকা প্রকাশ করেছে সিপিজে।

সিপিজের এক প্রতিবেদনেবলা হয় আইনের অধীনে একটি নতুন এজেন্সি তৈরি করা হবে
যার কাজ হবে কেউ আইনটি লঙ্ঘন করছে কিনা তা নজরদারি করা। এর আওতায় থাকবে ইলেক্ট্রনিক মিডিয়া।

এতে বলা হয়েছে১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ বাবঙ্গবন্ধু শেষ মুজিবুর
রহমানকে নিয়ে মিথ্যা তথ্য প্রচারের বিষয়ে যাবজ্জীবন কারাদণ্ডের মত কঠোর শাস্তির ব্যাবস্থা রাখা হয়েছে। এছাড়া আইনটিতে আরও কিছু বিষয়ের উল্লেখ করা হয়েছে যার প্রচার শাস্তি যোগ্য বলে বিবেচিত হবে।

বিস্তারিত জানিয়েছেন ঢাকা থেকে জহুরুল আলম।

Your browser doesn’t support HTML5

জহুরুল আলমের রিপোর্ট: সিপিজে