বাংলাদেশ ক্রিকেট দলের ওয়ান ডে টিমের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা টি টোয়েন্টি থেকে কেন হঠাৎ অবসর নেবার ঘোষণা দিলেন? এ নিয়ে প্রচুর জল্পনা কল্পনা চলছে। এই মানুষটির বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ দল গত কয়েক বছরে বিশ্ব ক্রিকেটে মাথা উঁচু করে দাঁড়িয়েছে।
বাংলাদেশ দলের সাবেক ক্রিকেটার ঈউসুফ রহমান বাবু মনে করেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ড মাশরাফিকে টি টোয়েন্টি থেকে বাদ দিলে সেটা ভুল সিদ্ধান্ত হবে। কারণ মাশরাফি একাধারে সফল অধিনায়ক এবং খেলোয়াড়। এ বিষয় নিয়ে ঈউসুফ রহমান বাবুর সাক্ষাৎকার নিয়েছেন আহসানুল হক।
Your browser doesn’t support HTML5
ক্রিকেটার ঈউসুফ রহমান