অবিশ্বাস্য প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এক ম্যাচে ক্রিকেট বিশ্বকাপ জিতলো ইংল্যাণ্ড

England wins World Cup

Your browser doesn’t support HTML5

খেলার খবর

অবিশ্বাস্য প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এক ম্যাচে ক্রিকেট বিশ্বকাপ জিতলো ইংল্যাণ্ড। ফাইনালে লর্ডসের মাঠে টস জিতে ব্যাটিংয়ে নামা নিউ জিল্যান্ডকে ৫০ ওভারে ২৪১ রানে আটকে রাখে ইংল্যান্ড। এক সময় প্রবল চাপে পড়ে যাওয়া ইংল্যান্ডকে জয়ের পথে রাখেন বেন স্টোকস। শেষ ওভারে ট্রেন্ট বোল্টের দুর্দান্ত বোলিংয়ে শেষ বলে ঠিক ২৪১ রানেই অল আউট হয় স্বাগতিকরা। ম্যাচ গড়ায় সুপার ওভারে। সুপার ওভারে ইংল্যান্ডের হয়ে নামেন জস বাটলার আর স্টোকস। বোল্টের ওভারে তারা তোলেন ১৫ রান। আর্চারের ওভারে মার্টিন গাপটিল আর জিমি নিশামও করেন ১৫ রান। বেশি সংখ্যক বাউন্ডারি মারায় চ্যাম্পিয়ন হয় স্বাগতিকরা।

খেলা চলাকালে প্রচারিত আমাদের বেতার অনুষ্ঠানে খেলার খবরে অংশ নেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক দুই ক্রিকেটার ঈউসুফ রহমান বাবু, নাজমুন নূর এবং সাংবাদিক দিলু খন্দকার। অনুষ্ঠান সঞ্চালনা করেন ভয়েস অফ আমেরিকার সাংবাদিক আহসানুল হক।