চট্টগ্রামে পণ্য পরিবহন বন্ধ করে দিয়েছে পরিবহন মালিক-শ্রমিকরা। পরিবহণ মালিক-শ্রমিকদের অঘোষিত ধর্মঘটের কারনে উদ্বেগ বেড়েছে তৈরী পোষাক শিল্প মালিক, রফতানী কারক, ব্যবসায়ীদের মধ্যে।
পূর্ব ঘোষণা অনুযায়ী বুধবার ভোর ৬টা থেকে চট্টগ্রামে পণ্যবাহী ট্রাক, কাভার্ডভ্যান চলাচল বন্ধ করে দিয়েছে আন্ত:জিলা মালামাল পরিবহন সংস্থা ট্রাক ও কার্ভর্ডভ্যান মালিক সমিতি। পরিবহন মালিক- শ্রমিকদের অঘোষিত ধর্মঘটের করনে বন্ধ রয়েছে চট্টগ্রাম বন্দর থেকে সব ধরনের পণ্যবাহী যানচলাচল। বন্দরের অভ্যন্তরে বন্ধ রয়েছে পণ্যবাহী ট্রাকের লোডিং আন লোডিং। এদিকে আমদানী-রফতানীবাহী পন্য পণ্যপরিবহন বন্ধ করে দেয়ায় চট্টগ্রাম বন্দরে অচলাবস্থার সৃষ্টি হয়েছে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, মঙ্গলবার পর্যন্ত বন্দরের অভ্যন্তরে বিভিন্ন ইয়ার্ডে ৩৫ হাজারের বেশী কন্টেইনার আটকা পড়েছে। পরিবহন মালিক-শ্রমিকদের অঘোষিত ধর্মঘটের কারনে আমদানিকারক, তৈরি পোশাক শিল্প মালিক, রপ্তানিকারক, সিঅ্যান্ডএফ এজেন্টসহ সংশ্লিষ্টদের মধ্যে উদ্বেগ বাড়ছে।
চট্টগ্রাম থেকে বিস্তারিত জানাচ্ছেন সংবাদদাতা হাসান ফেরদৌস।
Your browser doesn’t support HTML5
চট্টগ্রামে পণ্য পরিবহন বন্ধ