দালাই লামার অরুণাচল প্রদেশ সফরে চীনের অসন্তোষ

India China Dalai Lama

দীর্ঘ দিন ধরে ভারতে স্বেচ্ছা-নির্বাসিত তিব্বতী ধর্মগুরু দালাই লামার চলতি অরুণাচল প্রদেশ সফর নিয়ে চিন অসন্তোষ প্রকাশ করল। বেজিং-এ ভারতীয় রাষ্ট্রদূতকে ডেকে লিখিত ভাবে এ কথা জানায় চিন। অভিযোগ, ধর্মগুরুকে নিজেদের রাজনৈতিক কাজে ব্যবহার করছে ভারত। স্বয়ং দালাই লামা এ অভিযোগ উড়িয়ে দেন। ভারতীয় বিদেশ মন্ত্রকও বলেছে, এ নেহাতই ধর্মীয় সফর। চিন অরুণাচলকে নিজেদের ভূখণ্ড বলেই দাবি করে। কাজেই এই সফর নিয়ে চিনের উষ্মা প্রত্যাশিতই ছিল। আবার, চিনের সঙ্গে সম্পর্ক বিষিয়ে ফেলাও ভারতের লক্ষ্য নয়। দালাই লামা বলেন, তিব্বত যে চিনের অংশ, তা মানেন তিনি। তাঁর কথায়, তিব্বতীরা চায়, স্বশাসন আর উন্নয়ন।
এ সম্পর্কে কলকাতা থেকে গৌতম গুপ্তের রিপোর্ট।