রামের নামে রাজনৈতিক আবহাওয়া উত্তপ্ত করার চেষ্টা

উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ আজ অযোধ্যায় রাম মন্দিরের কাজ শুরু করার আগে একটি বিশাল রাম মূর্তি নির্মাণ করা হবে বলে জানিয়েছেন।

অযোধ্যায় রামের আকাশ ছোঁয়া একটি মূর্তি প্রতিষ্ঠার কথা বেশ কিছু দিন ধরে শোনা যাচ্ছিল। গতকাল দেওয়ালির প্রাক্কালে যোগী অযোধ্যায় গিয়ে যে বক্তৃতা দেন, তখনই রাম মূর্তির ঘোষণা করা হবে বলে গেরুয়া শিবির আশা করেছিল। তখন কিন্তু উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী শুধু জানান, ফৈজাবাদের নাম বদলে অযোধ্যা রাখা হবে, রামের বাবা দশরথের নামে হবে মেডিক্যাল কলেজ, মা কৌশল্যার নামে মাতৃ কল্যাণ কেন্দ্র, আর রামের নামে অযোধ্যায় বিমানবন্দর গড়ে তোলা হবে। কর্ণাটক উপনির্বাচনে তিনটি লোকসভা আর দুটি বিধানসভা কেন্দ্রের চারটিতেই হারের পর বিজেপি আবার রামের ভরসায়। আজ অযোধ্যায় দেওয়ালি ভাষণে যোগী ঘোষণা করেন, অযোধ্যার সঙ্গে রামের নাম জড়িয়ে আছে। তাই সরযু নদীতীরে তাঁর এমন একটি মূর্তি তৈরি করা হবে, যা দেখতে দেশ দেশান্তর থেকে লোক আসবে..

আগামী বছরের সাধারণ নির্বাচনের আগে রামের নামে এভাবে রাজনৈতিক আবহাওয়া উত্তপ্ত করে তোলার চেষ্টায় বিরোধী দলগুলো উদ্বিগ্ন।

Your browser doesn’t support HTML5

DC

দীপংকর চক্রবর্তী, ভয়েস অফ আমেরিকা, কলকাতা