ভারতের লোকসভায় নাগরিকত্ব সংশোধন বিল পাশ 

ভারতের বিজেপি সরকারের বহু ঘোষিত নাগরিকত্ব সংশোধন বিল বিরোধীদের তীব্র আপত্তি সত্ত্বেও গতকাল সোমবার মাঝরাতে লোকসভায় পাশ হয়ে গিয়েছে। এর পরে দেশের পূর্ব ও উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে প্রবল প্রতিবাদের মধ্যেই আগামীকাল সংসদের উচ্চ কক্ষ রাজ্যসভায় বিলটি পেশ হবে। এই নিয়ে আমাদের কলকাতা সংবাদদাতা দীপংকর চক্রবর্তী জানিয়েছেন অসম রাজ্যসহ সেভেন সিস্টারস নামে পরিচিত অঞ্চলগুলোতে আতঙ্ক ছরিয়ে পড়ছে। মুসলমানদের বাদ দিয়ে অন্যান্য সংখ্যালঘুদের নাগরিকত্ব দেওয়ার হবে। তবে এতে করে উত্তেজনা বাড়ার সম্ভাবনা কথা তিনি বাতিল করেছেন।

বিস্তারিত আলোচনা শুনতে অডিওতে চাপ দিন।

Your browser doesn’t support HTML5

dc 12-10