অটল বিহারী বাজপেয়ী ছিলেন বর্নাঢ্য রাজনীতিবিদ

ভারতের সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী ছিলেন একজন বর্নাঢ্য রাজনীতিবিদ। তিনি মূলত ধর্মভিত্তিক একটি দলের নেতা ছিলেন। তারপরও দেশের ধর্মনিরপেক্ষ দলগুলোর কাছে তাঁর গ্রহণযোগ্যতা ছিল। তাঁর মৃত্যুর পর দেশের প্রায় সব রাজনৈতিক দলের নেতা ও নেত্রীরা তাঁর প্রতি শেষ শ্রদ্ধা জানাতে দিল্লি চলে যান। ভারতে এরকম সচরাচর হয় না। তাঁর ক্ষেত্রে কেন এমনটা হলো- তা জানতে কলকাতা সংবাদদাতা দীপংকর চক্রবর্তী'র সঙ্গে ওয়াশিংটন থেকে কথা বলছেন তাওহীদুল ইসলাম।

দীপংকর চক্রবর্তী মূলত অটল বিহারী বাজপেয়ীর বর্ণাঢ্য জীবন, গুজরাতের গোধরা কাণ্ডের পর বাজপেয়ী মোদীকে যে পরামর্শ দিয়েছিলেন, তাতে কোনও লাভ হয়েছিল কি, কাশ্মীর নিয়েও বিহারী বাজপেয়ীর বক্তব্য, পাকিস্তানের সঙ্গে ভারতের সম্পর্ক উন্নয়নে তাঁর উদ্যোগ- ইত্যাদি নানা প্রশ্নের উত্তর দেন।

Your browser doesn’t support HTML5

অটল বিহারী বাজপেয়ী ছিলেন বর্নাঢ্য রাজনীতিবিদ