ইউক্রেনের পুর্বাঞ্চলের বাজারে রকেটের আঘাতে নিহত ১৫

ইউক্রেনের কর্তৃপক্ষ বলছে যে গুরুত্বপূর্ণ বন্দর নগরী মারিউপলের একটি বাজারে রকেটের আঘাতে অন্তত ১৫ জন প্রাণ হারিয়েছে।

ঐ আবাসিক এলাকায় এই হামলার কয়েক ঘন্টা আগেই ডনেটস্ক এলাকার বিদ্রোহী নেতারা বলেন যে কিয়েভ সরকারের সসঙ্গে আর কোন শান্তি আলোচনা হবে না। কর্মকর্তারা বলছেন অন্তত ৭৪ জন আহত হয়েছেন।

রাশিয়ার মূল ভূখন্ড এবং রুশ অধিকৃত ক্রাইমিয়া উপদ্বীপের মাঝখানে আযোভ সাগরের বুকে মারিওপোলের অবস্থান ।

শুক্রবার, স্ব ঘোষিত ডনেটস্ক গণপ্রজাতন্ত্রের প্রধান রুশ সমর্থিত আলেকজান্ডার জাকারচেঙ্কো বলেন যে তার বাহিনী ডনেটস্ক অঞ্চলের সীমান্ত পর্যন্ত না পৌছুনো পর্যন্ত সরকারী সৈন্যদের উপর আক্রমণ চালিয়ে যাবে । তিনি বলেন যে বৃহস্পতিবার ঐ অঞ্চলের বিমান বন্দর দখল করার পর তার সৈন্যরা ইউক্রেনের যোদ্ধৃবাহিনীর বিরুদ্ধে এগিয়ে যাচেছ।