দেওয়ালীর সময় শব্দবাজির উপদ্রবের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে দিল্লির তিন শিশুর আবেদন

দিল্লি শহরের তিনটি শিশু সুপ্রিম কোর্ট এক আবেদনে বলেছে, দেওয়ালীর সময় যথেচ্ছ শব্দবাজির উপদ্রবে তাদের জীবন অতিষ্ঠ হয়ে ওঠে। তা থেকে শিশুদের বাঁচাতে দেওয়ালির সন্ধ্যায় সাতটা থেকে নটা পর্যন্ত, কেবল দু ঘণ্টার জন্যই বাজি ফাটানোর ছাড়পত্র দেওয়া হোক। শীর্ষ আদালতের প্রধান বিচারপতি এইচ এল দাত্তু ও বিচারপতি অমিতাভ রায়ের বেঞ্চ অবশ্য মনে করছে, দু ঘণ্টা নয়, বাজি পোড়ানোর অনুমতি থাকুক পাঁচ ঘণ্টার জন্য - বিকেল পাঁচটা থেকে রাত দশটা অব্দি। এ বিষয়ে দু সপ্তাহের মধ্যে আদালতে মতামত জানাতে হবে সব সরকারি দপ্তরকে। বাজি নির্মাতা সংস্থারা অবশ্য আপত্তি জানিয়ে বলেছে, যে কোনও নিয়ন্ত্রণ আনলে তাদের ব্যবসার ক্ষতি হবে। আদালত আরও চায়, শব্দবাজির ক্ষতিকর দিক সম্পর্কে সংবাদ মাধ্যমে প্রচার চালাক সরকার। স্কুলে স্কুলে শিক্ষকেরাও পড়ুয়াদের সচেতন করুন।

Your browser doesn’t support HTML5

দেওয়ালীর সময় শব্দবাজির উপদ্রবের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে দিল্লির তিন শিশুর আবেদন