বিশ্বে বসবাসের অনুপযোগী শহরের তালিকায় ঢাকার অবস্থান চতুর্থ

বিশ্বে বড় শহরগুলোর বসবাসের সুযোগ সুবিধার সুচকে বাংলাদেশের রাজধানী ঢাকার অবস্থান সর্বনিন্ম ৫টির একটি।

বিশ্বের ১৪০টি বড় শহরের মধ্যে ঢাকার অবস্থান ১৩৭ তম অর্থাৎ বসবাসের সবচেয়ে অনুপযোগী শহরের তালিকায় ঢাকার অবস্থান চতুর্থ।

বিশ্বের শহরগুলোর বাসযোগ্যতা শীর্ষক লন্ডন ভিত্তিক ম্যাগাজিন দি ইকোনমিস্ট এর ইন্টেলিজেন্স ইউনিটের শুক্রবার প্রকাশিত প্রতিবেদনে এ চিত্র উঠে এসেছে।

তবে বৈশ্বিক বাসোপযোগী সূচক-২০১৬ তে আগের চেয়ে দুই ধাপ এগিয়েছে ঢাকা। আগের বছরে ঢাকার অবস্থান ছিল ১৩৯তম।

বিশ্বের ১৪০টি নগরীর মধ্যে অস্ট্রেলিয়ার মেলবোর্ন নগরী তৃতীয়বারের মতো বাসযোগ্য শহরের তালিকার শীর্ষে অবস্থান করছে। সূচক অনুযায়ী অস্ট্রিয়ার ভিয়েনা নগরী দ্বিতীয় অবস্থানে রয়েছে।

যুদ্ধ বিধ্বস্ত সিরিয়ার দামেস্ক নগরী ১৪০টি শহরের একদম তলানিতে অবস্থান করছে। ঢাকা থেকে জহুরুল আলম।

Your browser doesn’t support HTML5

বিশ্বে বসবাসের অনুপযোগী শহরের তালিকায় ঢাকার অবস্থান চতুর্থ