ঢাকা উত্তরের মেয়র নির্বাচন স্থগিত

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়রের শূন্যপদে নির্বাচন স্থগিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এর আগে দুটি রিট আবেদনের প্রেক্ষিতে হাইকোর্টের একটি বেঞ্চ থেকে ঘোষিত তফসিলের কার্যকারিতা তিন মাসের জন্য স্থগিত করা হয়। মেয়র আনিসুল হকের মৃত্যুতে এই পদটি শূন্য রয়েছে।

গত ৯ই জানুয়ারি নির্বাচন কমিশন এই নির্বাচনের তফসিল ঘোষণা করে। আওয়ামী লীগ ও বিএনপি'র তরফে প্রার্থীও ঘোষণা করা হয়। এই অবস্থায় সম্প্রসারিত অংশের দু’জন চেয়ারম্যান ভোটার তালিকা হালনাগাদ নয়, সীমানা নিয়েও জটিলতা রয়েছে উল্লেখ করে আদালতে রিট দায়ের করেন। আগামী ২৬শে ফেব্রুয়ারি এই নির্বাচন হওয়ার কথা ছিল।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচন পেছানোর পেছনে সরকারের কোন হাত নেই। বিরোধী বিএনপি'র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার হেরে যাবে তাই নির্বাচন পেছাতে ভূমিকা রেখেছে।

ওদিকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন অনুষ্ঠানের জন্য ছয় মাসের মধ্যে পদক্ষেপ নিতে উচ্চ আদালতের তরফে নির্দেশ দেয়া হয়েছে। নানা অজুহাতে ২৭ বছর যাবত ডাকসু নির্বাচন বন্ধ রয়েছে।

Your browser doesn’t support HTML5

ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরী'র রিপোর্ট।