ষষ্ঠ ঢাকা সাহিত্য উৎসব বা ঢাকা লিট ফেস্টিভ্যাল শুরু

ঢাকার বাংলা একাডেমী প্রাঙ্গনে বৃহস্পতিবার শুরু হয়েছে তিন দিন ব্যাপি ষষ্ঠ ঢাকা সাহিত্য উৎসব বা ঢাকা লিট ফেস্টিভ্যাল। উৎসবের উদ্বোধন করে সাহিত্যে নোবেল বিজয়ী ব্রিটিশ লেখক ভি এস নাইপল আশা প্রকাশ করলেন যে এ আয়োজন বাংলাদেশ তথা বিশ্ব সাহিত্যকে আরও এগিয়ে নিতে অবদান রাখবে। উদ্বোধনি অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন অর্থমন্ত্রী আবুল মাল আন্দুল মুহিত এবং সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। উৎসব বাংলাদেশের দেড়শ বাংলাদেশী সাহিত্যিক ছাড়াও বিশ্বের ১৮ টি দেশের স্বনামধন্য সাহিত্যিক অংশ গ্রহন করছেন।

তিন দিনে প্রায় ৯০ টী অধিবেশনে দেশ-বিদেশের সাহিত্যিকরা আলোচনা, সেমিনার, কবিতা পাঠের আসর এবং আড্ডার মত বিভিন্ন কর্মসূচীতে অংশ নেবেন। উৎসবে আরও থাকছে সাংস্কৃতিক এবং লোকগীতির অনুষ্ঠান, চলচ্চিত্র প্রদর্শনী, নাটক, গীতিনাট্য এবং ক্ষুদে লেখকদের জন্য বিভিন্ন আয়োজন।

Your browser doesn’t support HTML5

ষষ্ঠ ঢাকা সাহিত্য উৎসব বা ঢাকা লিট ফেস্টিভ্যাল শুরু