কেন্দ্রীয় কারাগার স্থানান্তরিত হল কেরানিগঞ্জে

Bangladesh Flag

কেন্দ্রীয় কারাগার
স্থানান্তরিত হলো
কেরানিগঞ্জে
অনেক স্মৃতিবিজড়িত ঢাকা কেন্দ্রীয় কারাগার স্থানান্তরিত হলো কেরানিগঞ্জে। মোগল আমলে রাজধানী হিসেবে ঢাকার যাত্রা শুরুর সময় এখানে একটি দুর্গ এবং টাকশাল নির্মান করা হয়েছিল। ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনামলের শুরুর দিকে এটি কারাগারে রূপান্তর করা হয়। বঙ্গবন্ধুসহ অনেক রাজনৈতিক নেতাই এই কারাগারের বাসিন্দা ছিলেন। এই কারাগারেই চার জাতীয় নেতাকে হত্যা করা হয়। মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত ৪ জনের ফাঁসি হয় এই কারাগারেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোববার ১৯৪ দশমিক ৪১ একর জমির ওপর নির্মিত কারাগারের উদ্বোধন করেন। এরমধ্যে দুটি পুরুষ কারাগার এবং একটি মহিলা কারাগার। এর ধারণক্ষমতা ৪৫৯০ জন। এ মাসের কোন এক ছুটির দিনে ঢাকা কেন্দ্রীয় কারাগারের ৮ হাজার বন্দিকে সেখানে সরিয়ে নেওয়া হবে। প্রধানমন্ত্রী বলেন, সরকারের অন্যতম লক্ষ্য হচ্ছে এই কারাগার যেন সংশোধানাগার হিসেবে বন্দি সেবা দিতে পারে।
প্রধানমন্ত্রী বলেন, কয়েদিদের মাসে একবার পাবলিক টেলিফোনের মাধ্যমে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলার সুযোগ দিলে তাদের সংশোধনে বিশেষ সহায়ক হতে পারে। প্রধানমন্ত্রী কারাগারের জন্য বিদ্যুৎ ব্যবস্থা নিরবিচ্ছিন্ন করার বিষয়ে কথা বলতে গিয়ে কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মান নিয়ে সৃষ্ট ঘটনাকে দুঃখজনক বলে মন্তব্য করেন। বলেন, বিদ্যুৎ উন্নয়ন প্রকল্প নির্মান করতে গেলেই এক শ্রেণির লোক পরিবেশের কথা বলে তৎপর হয়।
ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরীর রিপোর্ট:

Your browser doesn’t support HTML5

mrc