গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভকারী ও পুলিশের সংঘর্ষে ঢাকায় ৪০ জন আহত

Map of Dhaka, Bangladesh

গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদকারী বাংলাদেশে কমিউনিস্ট পার্টি সিপিবিসহ কয়েকটি বাম দলের বিক্ষোভকারীদের সাথে বুধবার ঢাকায় পুলিশের সংঘর্ষে অন্তত ৪০ জন আহত হয়েছেন।

বাম দলগুলোর নেতা কর্মীরা তাদের পূর্ব ঘোষিত বাংলাদেশ সচিবালয়ে জ্বালানি মন্ত্রণালয় ঘেরাওয়ের কর্মসূচী পালনের উদ্দেশ্যে জাতিয় প্রেস ক্লাবের সামনে জড় হন। পরে তাঁরা মিছিল করে পার্শ্ববর্তী সচিবালয়ের দিকে পুলিশের দেয়া ব্যারিকেড ভেঙ্গে অগ্রসর হওয়ার চেষ্টা করলে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বাধে।

এ সময় বিক্ষিভকারীদের ছত্রভঙ্গ করারা জন্য পুলিশ লাঠি চার্জ করে এবং কাঁদানে গ্যাস, জল কামান এবং রাবার বুলেট ব্যাবহার করে।বিক্ষোভকারিরাও পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছোড়ে। তারা কয়েকটি গাড়ীও ভাংচুর করেছে বলে পুলিশ জানিয়েছে।

বামদলগুলোর নেতারা দাবি করেছেন শান্তিপূর্ণ প্রতিবাদকারীদের ওপর পুলিশের হামলায় তাদের ৪০ থেকে ৫০ জন কর্মী আহত হয়েছেন। তাঁদের পক্ষ থেকে এ ঘটনার নিন্দা জানিয়ে এর প্রতিবাদে বৃহস্পতিবার প্রেস ক্লাব এলাকায় বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে।

এ সম্পর্কে ঢাকা থেকে বিস্তারিত জানিয়েছেন সংবাদদাতা জহুরুল আলম।

Your browser doesn’t support HTML5

জহুরুল আলমের রিপোর্ট (বিক্ষোভ)