ঢাকা সংবাদদাতাদের রিপোর্ট

Bangladesh Flag

সোমালীয় জলদস্যুদের হাতে আটক ৭ বাংলাদেশী নাবিক মুক্তি পেয়ে দেশে ফিরছেন। ২০১০ সালে তারা অপহৃত হয়েছিলেন।
এ সম্পর্কে ঢাকা থেকে প্রতিবেদনটি পাঠিয়েছেন আমীর খসরু।

Your browser doesn’t support HTML5

আমীর খসরুর রিপোর্ট সোমালিয়া


সাগর পথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার সময় বাংলাদেশী একটি ইঞ্জিনবোট ৩শো যাত্রী নিয়ে বঙ্গোপসাগরে মিয়ানমার সীমান্তের কাছে চলে যায়। সেইসময় ওই দেশের সীমান্তরক্ষা বাহিনীর গুলীতে অন্ততঃ ৫জন যাত্রী নিহত ও ২০জনের বেশী আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।
এ সম্পর্কে ঢাকা থেকে বিস্তারিত জানিয়েছেন জহুরুল আলম।

Your browser doesn’t support HTML5

জহুরুল আলমের রিপোর্ট ট্রলার


মানিকগঞ্জ জেলার গ্রামবাসীরা ডাকাত সন্দেহে ১৪ জন রেব সদস্যকে আটক করে পুলিশের কাছে শপর্দ করে। পরে পুলিশ ঐ সদস্যদের রেব কর্তৃপক্ষের কাছে হস্থান্তর করেছে। এ সম্পর্কে আমাদের ঢাকা সংবাদদাতার আমির খসরুর রিপোর্ট।

Your browser doesn’t support HTML5

আমীর খসরুর রিপোর্ট rab