ভয়েস অব আমেরিকার ঢাকা সংবাদদাতাদের রিপোর্ট

বাংলাদেশে ৫ই জানুয়ারীর নির্বাচনকে হতাশাজনক বলে উল্লেখ করেছে বৃটিশ পররাষ্ট্র দপ্তর তাদের এক রিপোর্টে। ঐ রিপোর্টে সংবাদপত্রের স্বাধীনতা খর্ব করা, সরকার সমালোচকদের অটক করার পাশাপাশি, বিচার বহির্ভূত হত্যাকান্ড ও গুমের বিষয়গুলোও উল্লেখ করা হয়েছে। এ সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন আমাদের ঢাকা সংবাদদাতা আমির খসরু:

Your browser doesn’t support HTML5

আমির খসরু

ঢাকা থেকেই আমির খসরু আরেকটি প্রতিবেদনে জানাচেছন যে ঢাকায় পুলিশের গুলিতে নিষিদ্ধি ঘোষিত সংগঠন হিযবুত তাহরিরের একজন কর্মী আহত হয়েছে। হিযবুত তাহরির মিছিল বের করলে, পুলিশ তাতে গুলি চালায়।

Your browser doesn’t support HTML5

হিযবুত তাহরিরের একজন কর্মী আহত

বাংলাদেশের জাতীয় সংসদে আওয়ামী লীগ দলীয় সদস্য সাবের হোসেন চৌধুরী, Inter-Parliamentary Union বা IPU ‘র সভাপতি নির্বাচিত হয়েছেন। জাতীয় সংসদের সংবাদ বিবৃতিতে বলা হয়েছে যে জিনিভায় বৃহস্পতিবার অনুষ্ঠিত IPU‘র নির্বাচনে জনাব চৌধুরী তিন জন প্রার্থিকে পরাজিত করে সংগঠনের সভাপতি নির্বাচিত হন। বিস্তারিত শুনুন ঢাকায় আমাদের অপর সংবাদদাতা জহুরুল আলমের প্রতিবেদনে:

Your browser doesn’t support HTML5

সাবের হোসেন চৌধুরী, Inter-Parliamentary Union বা IPU ‘র সভাপতি নির্বাচিত