ভয়েস অব আমেরিকার ঢাকা সংবাদদাতাদের রিপোর্ট:

শ্রমিক ধর্মঘটে চট্টগ্রাম বন্দরে অচলাবস্থা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরোধী দল বিএনপির সঙ্গে কোনো ধরণের আলোচনার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন। আন্দোলনের নামে সহিংসতা সৃষ্টির চেষ্টা করলে কঠোরভাবে তা দমনেরও হুশিয়ারী উচ্চারণ করেছেন তিনি। আমীর খসরু ঢাকা থেকে জানাচ্ছেন বিস্তারিত।

Your browser doesn’t support HTML5

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরোধী দল বিএনপির সঙ্গে কোনো ধরণের আলোচনার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন।

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া পুনরায় জোরদার আন্দোলনের ডাক দিলেন। নাটোরের এক জনসভায়, ৫ই জানুয়ারীর নির্বাচন পরবর্তী সরকারকে কোনো দেশ স্বীকৃতি দেয়নি বলে মন্তব্য করেন তিনি। আমীর খসরুর আরেকটি প্রতিবেদন।

Your browser doesn’t support HTML5

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া পুনরায় জোরদার আন্দোলনের ডাক দিলেন।

সংবিধানের প্রণেতা ড. কামাল হোসেনের মতে দেশ আজ মহা সংকটে। জনগনের ক্ষমতায়ন না থাকায় এই সংকট। জাতীয় দৈনিকের সম্পাদক ও সিনিয়র সাংবাদিকদের সঙ্গে বৈঠককালে তিনি এসব কথা বলেন। মতিউর রহমান চৌধুরীর রিপোর্টে শুনুন বিস্তারিত।

Your browser doesn’t support HTML5

সংবিধানের প্রণেতা ড. কামাল হোসেনের মতে দেশ আজ মহা সংকটে।