অস্টম দিনের মতো অবরুদ্ধ অবস্থায় রয়েছেন বেগম খালেদা জিয়া। এদিকে অবরোধ চলছে সহিংস ঘটনার মধ্যে দিয়ে। ঢাকায় btv কার্যালয়ে, আইন মন্ত্রীর বাড়ির আঙ্গিনায় বোমা – সৌদি ও ক্যানাডীয় দূতাবাসের সামনে বোমা-ককটেল ফেটেছে- দু’ই টিভি চ্যানেল বি জে পির সভাপতি অমতি শা’র বরাত দিয়ে বলেছে তাঁর সঙ্গে বি এন পি চেয়ার পার্সনের কোনো কথা হয়নি। এসব নিয়ে রিপোর্ট পাঠিয়েছেন আমির খসরু।
Your browser doesn’t support HTML5
আমির খসরু
অবরোধের কারনে দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষ ও বিরোধী দল বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সর্বশেষ অবস্থা নিয়ে প্রতিবেদন পাঠিয়েছেন মতিউর রহমান চৌধুরী।
Your browser doesn’t support HTML5
মতিউর রহমান চৌধুরী
বাংলাদেশে রাঙ্গামাটিতে যে সহিংস ঘটনা ঘটেছে তারই বিবরণ পাঠিযেছেন জহুরল আলম।
Your browser doesn’t support HTML5
আলম