ইরাকে এক মানবিক সঙ্কট দেখা দিয়েছে। ইরবিলের কাছে সিরজা পাহাড়ে ইসলামী স্টেট যোদ্ধাদের কারণে হাজার হাজার মানুষ আটকা পড়েছে। তারা সংখ্যালঘু।
ওদিকে যুক্তরাষ্ট্র বিমান হামলা চালিয়েছে ইসলামী স্টেট যোদ্ধাদের লক্ষ্য করে এবং খাদ্য ও জল সহ মানবিক সাহায্য সরবরাহ করছে। কয়েক বছর আগে যুক্তরাষ্ট্র ইরাক থেকে যোদ্ধৃ সেনা প্রত্যাহার করেছে।
অনেক বিশ্লেষকই বলছেন ইরাক সরকারকেই এই পরিস্থিতির সমাধান করতে হবে।
ভয়েস অফ আমেরিকার সঙ্গে এক সাক্ষাৎকারে, এ সব বিষয় নিয়ে আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষক ড: সাইদ ইফতেখার আহমেদ মন্তব্য করেন। ড: আহমেদ, আমেরিকান পাবলিক ইউনিভারসিটির, স্কুল অফ সিকিউরিটি অ্যান্ড গ্লোবাল স্টাডিস এর অ্যাডজাংক্ট ফ্যাকালটি।
তার সাক্ষাৎকার নেন শাগুফতা নাসরিন কুইন।
Your browser doesn’t support HTML5
ড: ইফতেখার আহমেদের সাক্ষাৎকার