অ্যান্টনি ব্লিনকেনকে অভিনন্দন জানিয়েছেন ড. এ কে আব্দুল মোমেন

যুক্তরাষ্ট্রের জো বাইডেন প্রশাসনের নতুন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেনকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানিয়ে বলা হয়েছে আব্দুল মোমেন যুক্তরাষ্ট্রের নতুন পররাষ্ট্রমন্ত্রীকে লেখা এক চিঠিতে এ অভিনন্দন জানান। ওই চিঠিতে তিনি অ্যান্টনি ব্লিনকেনকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ঢাকা সফরের আমন্ত্রণ জানিয়েছেন। চিঠিতে শান্তি, নিরাপত্তা ও উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র একযোগে কাজ করে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন।

Your browser doesn’t support HTML5

অ্যান্টনি ব্লিনকেনকে অভিনন্দন জানিয়েছেন ড. এ কে আব্দুল মোমেন

তিনি রোহিঙ্গা সংকট নিরসনে যুক্তরাষ্ট্রের শক্তিশালী রাজনৈতিক সমর্থন এবং বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের যুক্তরাষ্ট্রের মানবিক সহায়তার উল্লেখ করে আশা প্রকাশ করেছেন জো বাইডেন প্রশাসন আন্তর্জাতিক উদ্যোগের সাথে আগামী দিনে আরও সক্রিয় ভাবে কাজ করবে যাতে রোহিঙ্গারা তাদের নিজ বাসভূমি মিয়ানমারে নিরাপদে এবং স্থায়ী ভাবে ফিরে যেতে পারে।