ভয়েস অফ আমেরিকাতে এলেন বিশ্ব বরেন্য ব্যক্তিত্ব ডঃ ইউনুস


শুক্রবার ১৯শে এপ্রিল, সকাল ছিল কিছু মেঘে ঢাকা। ভয়েস অফ আমেরিকার বিভিন্ন বিভাগের কর্মীরা কাজ শুরু করেছেন। অনেকে ভোররাত থেকেই বেতার সম্প্রচার শুরু করে দেন। সকাল ৯টার দিকে রিসেপশনে একটি বিশেষ গ্রুপের দিকে সবার দৃষ্টি পড়লো। দেশী বিদেশী কর্মী-অতিথিদের মাঝে মেটাল ডিটেক্টর পেরিয়ে হাসিমুখে ভিতরে এলেন সদ্য ২০১৩ সালের ‘কংগ্রেশনাল গোল্ড মেডেলে’ ভূষিত বাংলাদেশের গ্রামীন ব্যাংক প্রতিষ্ঠাতা নোবেল শান্তি পুরস্কার বিজয়ী প্রফেসার মোহাম্মদ ইউনুস। ডঃ ইউনুস তাঁর শত ব্যস্ততা সত্ত্বেও এবার এলেন ভয়েস অফ আমেরিকার বাংলা বিভাগের সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে। সঙ্গে অন্যান্যের মধ্যে ছিলেন তাঁর দুই ভাই – প্রফেসার ইব্রাহিম ও সাংবাদিক-ভাষ্যকার মোহাম্মদ জাহাঙ্গীর। শুধু বাংলা বিভাগই নয় ভয়েস অফ আমেরিকার বিভিন্ন ভাষার সদস্য, কর্মকর্তারা ডঃ ইউনুসের সঙ্গে কুশল বিনিময় করেন।


ইংরেজীতে তাঁর সংক্ষিপ্ত বক্তব্যে নোবেল শান্তি পুরস্কার জয়ী মোহাম্মদ ইউনুস বললেন, ‘আমি বহুবার ভয়েস অফ আমেরিকায় এসেছি। নানা বিষয়ের ওপর আলোচনা করেছি, সাক্ষাতকার দিয়েছি। আজ এখানে আসতে পেরে খুব ভাল লাগছে। আমি সাধারণ মানুষকে তাদের জীবনে কিছু একটা শুরু করার জন্য সাহায্য করার বিষয়টি চিন্তা ভাবনা করে কাজে প্রয়োগ করেছি। আমি বিশ্বাস করি যে একটি ডলার পাওয়ার জন্য, আগে একটি ডলারের প্রয়োজন হয়। আমি সেই লক্ষ্যেই কাজ করেছি। যুক্তরাষ্ট্র কংগ্রেস যে আমাকে এই স্বীকৃতি দিয়েছে তার অর্থ তারা আমার এই উদ্যোগ-প্রচেষ্টাকেই স্বীকৃতি দিয়েছে’।

বাংলা নতুন বছরের শুরুতে বিশ্ববরেণ্য এই ব্যক্তিত্ব রাজধানী ওয়াশিংটনে আরেকবার সবার মন জয় করে গেলেন।

Your browser doesn’t support HTML5

Dr. Yunus audio

Your browser doesn’t support HTML5

Dr. Yunus audio