যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর ভারত সফরের মূল্যায়ন করলেন ড: জিল্লুর রহমান খান

Санта-Клаус и миссис Клаус

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরী ভারত সফরে যান।

বাংলা বিভাগের সঙ্গে এক সাক্ষাৎকারে, ভারত ও যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করা, বিশ্ব বানিজ্যে সংস্কার সাধনের প্রচেষ্টা, বিশ্বে চীনের অর্থনৈতিক ও রাজনৈতিক প্রভাব ইত্যাদি বিষয়ে মূল্যায়ন করেন ড: জিল্লুর রহমান খান।

ড: খান একজন রাজনৈতিক বিশ্লেষক এবং উইসকনসিন বিশ্ববিদ্যালয়ের রোজবুশ প্রফেসর এমিরেটাস।

তার সাক্ষাৎকার নেন শাগুফতা নাসরিন কুইন।

Your browser doesn’t support HTML5

ড: জিল্লুর রহমান খানের সাক্ষাৎকার