বেসরকারি ড্রোন ব্যবহারের ওপর নিয়ন্ত্রণ আনতে চাইছে ভারত সরকার

Drone

দীর্ঘ দিন ধরেই নজরদারির প্রয়োজনে চালকবিহীন বিমান বা unmanned aerial vehicle অথবা, drone ব্যবহার করে আসছে নিরাপত্তা সংস্থারা। কলকাতা পুলিশেরও দুটি ড্রোন রয়েছে। কিন্তু কিছু দিন ধরেই ড্রোন ব্যবহার শুরু করেছে বিভিন্ন বাণিজ্যিক সংস্থাও। কখনও-বা ড্রোন ওড়ানো হচ্ছে ব্যক্তিগত খেয়াল মেটাতেও। তাতেই উদ্বিগ্ন নিরাপত্তা সংস্থারা। আশঙ্কা, সন্ত্রাসবাদী সংস্থারা ড্রোনকে কাজে লাগিয়ে বিশিষ্ট ব্যক্তিদের হত্যার চেষ্টা করতে পারে। বা, অবাঞ্ছিত নজরদারি করতেও পারে। সে সব সম্ভাবনা মাথায় রেখেই বেসরকারি ড্রোন ব্যবহারের ওপর নিয়ন্ত্রণ আনতে চাইছে সরকার। সংসদের চলতি অধিবেশনেই প্রয়োজনীয় আইন প্রণয়ন করা হতে পারে। পুলিশের উদ্বেগ আরও বাড়িয়েছে উগ্রপন্থী সংগঠন, খালিস্তান টাইগার ফোর্স-এর প্রকাশ্য হুমকি - তারা ড্রোনের সাহায্যে হামলা চালাবে।

Your browser doesn’t support HTML5

বেসরকারি ড্রোন ব্যবহারের ওপর নিয়ন্ত্রণ আনতে চাইছে ভারত সরকার