ঢাকায় পুলিশ-শিক্ষার্থী সংঘর্ষে আহত কমপক্ষে ৭, আটক ১৩ জন

সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হওয়া ঢাকার গুরুত্বপূর্ণ ৭টি কলেজের শিক্ষার্থীদের দ্রুত পরীক্ষার তারিখ ঘোষণার দাবিতে বিক্ষোভ চলাকালে বৃহস্পতিবার পুলিশের সঙ্গে তাদের ব্যাপক সংঘর্ষ হয়েছে।

ঢাকার শাহবাগ এলাকায় অসংখ্য শিক্ষার্থীর এক বিক্ষোভ ও সমাবেশ ছত্রভঙ্গ করতে পুলিশ দফায় দফায় কাঁদানে গ্যাস ছুঁড়েছে এবং ব্যাপক লাঠিপেটা করেছে। এতে কমপক্ষে ৭ জন শিক্ষার্থী আহত হয়েছেন এবং ১৩ জনকে আটক করা হয়েছে।

পুলিশ অবশ্য বলছে তাদের ভাষায়, উচ্ছৃংখল শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে এবং মানুষের ভোগান্তি লাগবে তাদের এই ব্যবস্থাগুলো নিতে হয়েছে।

উল্লেখ্য, আগে ওই ৭টি কলেজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ছিল। গত ফেব্রুয়ারিতে ওই কলেজগুলোকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয়। ওই কলেজগুলোর শিক্ষার্থীরা দ্রুত সময়ের মধ্যে পরীক্ষা নেয়ার দাবিতে অনেকদিন ধরে দেনদরবার করে আসছিলেন। ঢাকা থেকে আমীর খসরু।

Your browser doesn’t support HTML5

ঢাকায় পুলিশ-শিক্ষার্থী সংঘর্ষে আহত কমপক্ষে ৭, আটক ১৩ জন