কড়া নিরাপত্তা ব্যবস্থায় মহালয়া পালন

আজ মহালয়া৷ পিতৃপক্ষের অবসান ও দেবীপক্ষের সন্ধিক্ষণের পুণ্যতিথি৷ ভোর থেকেই শুরু হয়ে যায় গঙ্গার ঘাটে ঘাটে তর্পণ। আর অন্যদিকে আগমনীর গানে অতীতকে স্মরণ করেই মায়ের অপেক্ষা৷

মধ্য কলকাতার বাবুঘাট থেকে উত্তর কলকাতার বাগবাজার ঘাট গোটা রাজ্যের গঙ্গা নদীর পারে পারে পিতৃপুরুষের উদ্দেশে চলে সকাল থেকেই অগণিত মানুষের তর্পণ৷ সেইসঙ্গে গঙ্গার ঘাটে ঘাটে ছিল কড়া নিরাপত্তা ব্যবস্থাও। তৎপর ছিল কলকাতা পুলিশ ও রিভার ট্রাফিক পুলিশ। সতকর্তামূলক ব্যবস্থা হিসেবে মোতায়েন রাখা হয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনীকে।প্রসঙ্গত বলা যেতে পারে ভাদ্র মাসের কৃষ্ণা প্রতিপদ থেকে শুরু করে পরবর্তী অমাবস্যা--এই সময়কেই বলা হয় পিতৃপক্ষ৷ গোটা পক্ষকাল ধরেই পিতৃপুরুষদের স্মরণ ও তর্পণ করা হয়৷ যার চূড়ান্ত প্রকাশ বা মহালগ্ন হল মহালয়া৷ মহালয়ার দিন অমাবস্যায় তাঁদের উদ্দেশ্যে জলদানই হল তর্পণ৷

আর মহালয়ার ৭ দিন পরেই শুরু হয় শারদ উৎসবের কিন্তু এ বছর শারদ উৎসব এখনো ৩৫ দিন বাকি, এবছর আশ্বিন মাস মল মাস পড়ে যাওয়াতে পুজো হবে কার্তিক মাসে৷

আরেকদিকে আজ এক টুইট বার্তায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন করোনা পরিস্থিতির কারণে সতর্কতার সঙ্গে উত্‍সব পালন করতে হচ্ছে। তবে দেখতে হবে, কোভিড যেন দুর্গা পুজোর উত্‍সাহকে দমিয়ে দিতে না পারে।

Your browser doesn’t support HTML5

কড়া নিরাপত্তা ব্যবস্থায় মহালয়া পালন