ই-পাসপোর্ট ইস্যু করার পরিকল্পনা নিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার

আগামী বছরেই দেশের সমস্ত নাগরিকের জন্য ই-পাসপোর্ট ইস্যু করার পরিকল্পনা নিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার। এ জন্য কোনও এজেন্সিকে দায়িত্ব দেওয়া হবে। প্রথমে উপযুক্ত তথ্য প্রযুক্তির পরিকাঠামো গড়ে তুলবে ওই এজেন্সি। আর তারই সাহায্যে গোটা দেশে কার্যকর করা হবে এই পরিকল্পনা। ই-পাসপোর্ট একদিকে যেমন জাল করা কঠিন হবে, তেমনই হবে দ্রুত অভিবাসনের ব্যবস্থা।২০২১ সালে পাসপোর্ট সংক্রান্ত পরিকাঠামো তৈরি হয়ে যাওয়ার পর যদি কেউ নতুন পাসপোর্টের জন্য আবেদন করেন বা পুরনো পাসপোর্ট নবায়নের করার জন্য আবেদন করেন তাহলে ইলেকট্রনিক মাইক্রোপ্রসেসর চিপ-সহ ই-পাসপোর্ট পাওয়া যাবে বলে জানানো হয়েছে।

Your browser doesn’t support HTML5

ই-পাসপোর্ট ইস্যু করার পরিকল্পনা নিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার