যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের ইবোলা নিয়ন্ত্রণে আরো সাহায্য-সহায়তা বাড়ানোর আহবান

জাতিসংঘে নিয়োজিত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ইবোলা নিয়ন্ত্রণে আরো সাহায্য-সহায়তা বাড়ানোর ডাক দিয়েছেন। এরই মধ্যে পশ্চিম আফ্রিকায় ইবোলার মহামারিতে প্রায় ৫ হাজার মানুষ প্রাণ হারিয়েছে।

সামান্থা পাওয়া সোমবার দিনের শুরুতে তাঁর টুইটারে বলেছেন, সেখানে প্রয়োজন বাড়ছে। এবং মৌলিক চাহিদা মেটানোর উপাদান সেখানে জীবন বাঁচাতে পারে। তিনি আগের দিন গিনিতে কাটিয়েছেন।

তিনি এখন পশ্চিম আফ্রিকা সফরে রয়েছেন। এই সফরের অংশ হিসেবে তিনি সর্বাধিক ইবোলা আক্রান্ত দেশগুলোতে যাবেন, যার মধ্যে সিয়েরা লিওন এবং লাইবেরিয়াও রয়েছে।

মিজ পাওয়ার এরই মধ্যে গিনিতে, চিকিতসা কেন্দ্র গড়ে তোলা, মানুষকে ইবোলা বিষয়ে শিক্ষিত করে তোলা এবং রোগীদের চিকিতসার যে উদ্যোগ নেয়া হয়েছে, তার কথা বিশেষভাবে উল্লেখ করেছেন। আরো বলেছেন, Doctors Without Borders এবং U.S. Centers for Disease Control and Prevention-এর অবদানের কথা।

তিনি রোববার ভিডিওর মাধ্যমে প্রেসিডেণ্ট বারাক ওবামার সঙ্গে যুক্তরাষ্ট্রে ইবোলা নিয়ন্ত্রণ বিষয়ে বৈঠক করেন। ঐ বৈঠকে আরো উপস্থিত ছিলেন, মিঃ ওবামার জনস্বাস্থ্য এবং নিরাপত্তা উপদেষ্টারা।