মিশরের ফিরতি দফার ভোটে প্রধান দুই প্রতিদ্বন্দী ইসলামী দলের মধ্যে জোর প্রতিদ্বন্দীতা ।

মিশরের ফিরতি দফার ভোটে প্রধান দুই প্রতিদ্বন্দী ইসলামী দলের মধ্যে জোর প্রতিদ্বন্দীতা ।

মিশরে এখন জাতিয় সংসদের নির্বাচনে ফিরতি দফার ভোট হচ্ছে । দেশের দু’ই সবচেয়ে বড়ো শহর ও অপর সাতটি প্রদেশে প্রতিদ্বন্দী ইসলামী পার্টীগুলো এখন জোর প্রতিযোগীতা চালিয়ে যাচ্ছে । কায়রো , আলেকযান্দ্রিয়া ও অপর প্রদেশগুলোয় ৫২টি বিশেষ আসনে সোমবার যে ভোট শুরূ হয়েছিলো আজ মঙ্গলবার তা শেষ হবার কথা । নির্বাচনে ২৪টি আসনে মিশরের প্রধাণ দু’ই ইসলাম পন্থী দল – মূসলিম ব্রাদারহূডের ফ্রিডাম এ্যান্ড জাস্টিস পার্টী ও কট্রর সালাফিন নূর পার্টীর প্রার্থীদের ভেতরে জোর প্রতিদ্বন্দীতা চলছে । প্রত্যক্ষদর্শিরা বলছেন – ফিরতি দফার ভোটে প্রতিদ্বন্দী দু’ই ইসলামপন্থী দলের মধ্যে তীব্র প্রতিযোগীতার তাপ এখন বেশ অনুভুত হচ্ছে । ইতিমধ্যে রবিবার পার্টীর ভোট ফলাফলের তালিকায় প্রকাশিত পরিসংখ্যানে দেখা গিয়েছে ফ্রিডাম এ্যান্ড জাস্টিস পার্টী পেয়েছে ৩৭ শতাংশ , সালাফিন নূর পার্টী ২৪ শতাংশ এবং লিবারাল মিশরীয় গোষ্ঠি পেয়েছে ১৩ শতাংশ ভোট । সালাফিন নূর পার্টী তুলনামুলকভাবে বেশ কট্রর পন্থানূসারী বলে মনে করা হয়ে থাকে ।