লাখো মানুষের অংশ গ্রহণে চট্টগ্রামে পালন করা হল ঈদ-ই-মিলাদুন্নবী।এতে বৈশ্বয়িক মহামারি করোনা থেকে মুক্তি এবং বিশ্বময় শান্তি কামনা করা হয়।সকাল ৮টায় চট্টগ্রামের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান জামেয়া আহম্মদিয়া সুন্নিয়া মাদ্রাসাথেকে বের করা হয় পবিত্র ঈদ-ই মিলাদুন্নবীর জুলুস।১৯৭৪ সাল থেকে শুরু হওয়া এই জুলুসের অংশ নিতে সকাল থেকেই বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের ঢল নামে চট্টগ্রামের রাজপথে, অংশ নেয় বৃদ্ধসহ নানা বয়সের মানুষ।জুলুসটি প্রদক্ষিণ করে চট্টগ্রামের বিভিন্ন সড়ক সবার মুখে ছিল হামদ, নাত,দরুদ আর
শ্লোগান।বৈশ্বয়িক মহামারি করোনা থেকে মুক্তি এবং বিশ্বময় শান্তি কামনা করা হয়
মিলাদুন্নবীর এই শোভাযাত্রা থেকে। মহানবী হযরত মুহাম্মদ (স:) ব্যাঙ্গচিত্রের জন্য
ফ্রান্সের সরকার কঠোর সমালোনা করা হয় ধর্মীয় এই শোভাযাত্রা থেকে।পরে, আখেরি মোনাজাত ও মিলাদ মাহফিলের মধ্য দিয়ে শেষ হয় জুলুসের কার্যক্রম।
Your browser doesn’t support HTML5
চট্টগ্রামে মিলাদুন্নবীর জুলুসে লাখো মানুষ