ভারতে পবিত্র ঈদুল আজহা উদযাপন

India Eid al Adha

পবিত্র ইদুজ্জোহা আজ। তাই আজ মঙ্গলবার পবিত্র ঈদুলআজহা উপলক্ষ্যে কলকাতার রেড রোড পরিণত হয়েছিল ঈদগাহে। কলকাতা এবং তার আশেপাশের এলাকার হাজার হাজার মুসলিম সম্প্রদায়ের মানুষজন রেড রোডে নামাজ পাঠে অংশ নেন।
গত রবিবার পবিত্র হজ সম্পন্ন হয়েছে। ঈদ উপলক্ষ্যে আজ দেশজুড়ে ঈদের জামাত করছেন সমস্ত ধর্মপ্রাণ মুসলমানরা। সেই সঙ্গে পশ্চিমবাংলাসহ কলকাতার বাংলাদেশ উপ দূতাবাসেও পালন করা হয় ঈদুল আজাহা। দূতাবাসে এই উপলক্ষে নামাজ আদায় করেন উপ হাই কমিশনের কর্মরত কর্মকর্তা এবং তাদের পরিবারের সদস্যরা। পশ্চিমবঙ্গের প্রতিটি জেলা এবং ভারতের প্রতিটি রাজ্যে ঈদুল আজহা যথাযথ ভাবে পালন করার খবর এসেছে। হচ্ছে কোরবানিও। উৎসব উপলক্ষে মেতে উঠেছেন প্রতিটি ধর্মপ্রাণ মুসলিম সমাজ। ভারতে আজকের দিনটি উপলক্ষে প্রতি বছরের মতো এই বছরেও সরকারি ছুটি ঘোষণা করেছে ভারত সরকার। ইসলাম ধর্ম ছাড়াও বিভিন্ন ধর্মের মানুষরা এই উৎসবে সামিল হয়েছে কাধেঁ কাধঁ মিলিয়ে।
এ সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে পরমাশিষ ঘোষ রায়।

Your browser doesn’t support HTML5

পরমাশিষ ঘোষ ষায়ের রিপোর্ট (ঈ্দ)