গোটা দেশের সাথে ঈদ পালিত হল কলকাতা সহ পশ্চিমবঙ্গে

আজ খুশির ঈদ গোটা দেশের সাথে সারম্বরে পালিত হল কলকাতা সহ গোটা রাজ্যে। এদিন ঈদের সবচেয়ে বড় জমায়েত টি হয় কলকাতার রেড রোডে। এখানে নমাজ পাঠ করান টিপুসলতান মসজিদের শাহী ইমাম নরুল রহমান বরকতি। এখানে এদিন নমাজ পাঠে অংশ নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় সহ রাজ্য মন্ত্রী সভার সদস্যরা।

এছাড়াও এদিন কলকাতা সহ গোটা রাজ্যে মোট 750 টি জায়গায় নমাজ পাঠের আয়োজন করাহয় তার মধ্যেও উল্লেখযোগ্য স্থান গুলি হল...মালদহ,মুর্শিদাবাদ, হাওড়া,হুগলী, বর্ধমান।

তাছাড়াও আজ রথযাত্রা উপলক্ষে সুসজ্জিত রথ শোভাযাত্রা সহকারে বেরোয় কলকাতার রাজপথ সহ রাজ্যের বিভিন্ন জেলা সদরেও। তার মধ্যেও উল্লেখ যোগ্য হুগলীর মাহেশের রথ এবং মায়াপুরে ইসকনের রথ।

রথের দড়িতে টান লাগাতে অগনিত মানুষ এদিন রাস্তায় বের হন। ওড়িষার পুরীর জগন্নাথ দেবের মন্দিরেও রথ যাত্রা উপলক্ষে লক্ষাধিক মানুষের সমাগম হয়েছে বলেও খবর।

Your browser doesn’t support HTML5

গোটা দেশের সাথে ঈদ পালিত হল কলকাতা সহ পশ্চিমবঙ্গে