ভাষা শহীদদের প্রতি আমাদের শ্রদ্ধাঃ একুশ নিয়ে বিশেষ আয়োজন

১৯৫২ সালের এই দিনে বাংলা ভাষার জন্যে আত্মোৎসর্গকারী রফিক সালাম বরকতদের শ্রদ্ধাভরে স্মরণ করে দেশ ও প্রবাসে বসবাসকারী গোটা বাঙ্গালী জাতী। বাংলাদেশের মত বিশাল আকারে না হলেও যুক্তরাষ্ট্র ও ক্যানাডাসহ বিশ্বের সর্বত্রই প্রবাসী বাঙ্গালী বাংলাদেশী যথাযোগ্য মর্যাদায় পালন করেন একুশে ফেব্রুয়ারী। এবারও সকলেই প্রস্তুত একুশে পালনের। প্রবাসে একুশ পালন নিয়ে এখন সেলিম হোসেন কথা বলছেন ক্যানাডা প্রবাসী কবি সাইফুল্লাহ মাহমুদ দুলাল ও নিউইয়র্ক প্রবাসী আবৃত্তিকার মিথুন আহমেদের সঙ্গে।

Your browser doesn’t support HTML5

একুশ নিয়ে বিশেষ আয়োজন