বিজেপিকে শর্ত সাপেক্ষে রথযাত্রার অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট

ভারতের কলকাতা হাইকোর্ট, পশ্চিমবঙ্গ সরকারের নির্দেশ খারিজ করে বিজেপিকে শর্ত সাপেক্ষে রথযাত্রার অনুমতি দিয়েছে।

বিজেপির কর্মসূচি ছিল, রাজ্যের উত্তরে কোচবিহার, দক্ষিণ প্রান্তে কাকদ্বীপ, আর মাঝখানে বীরভূমের তারাপীঠ, এই তিন জায়গা থেকে তিনটি রথযাত্রা বেরিয়ে পশ্চিমবঙ্গের ৪২টি লোকসভা কেন্দ্রের উপর দিয়ে যাবে। কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতির সমস্যার কথা তুলে রাজ্য প্রশাসন রথযাত্রা করতে দেয়নি। বিজেপি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলে রাজ্যের তরফে একটি গোয়েন্দা রিপোর্টের ভিত্তিতে বলা হয়, যাত্রা পথে সাম্প্রদায়িক উত্তেজনা দেখা দিতে পারে, হিংসাত্মক ঘটনার সম্ভাবনাও আছে।

দুই পক্ষের বক্তব্য শোনার পর আজ হাইকোর্টের বিচারপতি বলেন, এত সামান্য কারণে কোন রাজনৈতিক দলের কর্মসূচি পালনে বাধা দেওয়া যায় না। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ব্যবস্থা নেওয়া সরকারের দায়িত্ব। দরকার হলে আরো পুলিশ মোতায়েন করতে হবে। বিজেপিকেও দেখতে হবে যাতে হিংসাত্মক ঘটনা না ঘটে। সম্পত্তির ক্ষয় ক্ষতি হলে বিজেপি দায়ী হবে।

Your browser doesn’t support HTML5

কলকাতা থেকে দীপংকর চক্রবর্তী'র রিপোর্ট।