ভারতের লোকসভা ও বিধানসভাগুলিতে একই সঙ্গে নির্বাচন অনুষ্ঠান নিয়ে বিভিন্ন মহলে যে কথা উঠেছে, তাকে সমর্থন জানালেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। বুধবার দেশের ভোটদাতা দিবস পালন উপলক্ষ্যে এক অনুষ্ঠানে তিনি বলেন, এতে কেবল যে অর্থের সাশ্রয় হবে তাই নয়, নির্বাচনের সময় যে নানা প্রশাসনিক সমস্যা তৈরি হয়, তাও কমবে। এই প্রস্তাবে আগেই সমর্থন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। নির্বাচন কমিশনও রাজী। দরকার কেবল আরও হাজার দশেক ভোটিং মেশিন আর বাড়তি নিরাপত্তা কর্মী। আর চাই সংবিধান সংশোধন আর সে জন্য প্রধান রাজনৈতিক দলগুলির সমর্থন।
Your browser doesn’t support HTML5
ভারতে একই সঙ্গে নির্বাচন অনুষ্ঠান সমর্থন জানালেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়